সর্বশেষ আপডেট

স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে? এ নিয়ে ইসলামে কোন বিধি বিধান আছে কি না ?


প্রশ্ন: স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে? এ নিয়ে ইসলামে কোন বিধি বিধান আছে কি না ?


উঃ 
স্বামী -স্ত্রী কে কোন পাশে ঘুমাবে–এব্যাপারে কোন বিধি-নিষেধ নেই; বরং প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রাসূল  বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও। (মুসলিম ২৭১০)
উপুড় হয়ে ঘুমানো মাকরূহ। কেননা রাসূল  বলেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা  খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ ৫০০১)

কোন মন্তব্য নেই