স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে? এ নিয়ে ইসলামে কোন বিধি বিধান আছে কি না ?
প্রশ্ন: স্বামী স্ত্রীর কোন পাশে ঘুমাবে? এ নিয়ে ইসলামে কোন বিধি বিধান আছে কি না ?
উঃ
স্বামী -স্ত্রী কে কোন পাশে ঘুমাবে–এব্যাপারে কোন বিধি-নিষেধ নেই; বরং প্রত্যেক নারী-পুরুষের জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রাসূল ﷺ বলেছেন, إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ ‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও। (মুসলিম ২৭১০)
উপুড় হয়ে ঘুমানো মাকরূহ। কেননা রাসূল ﷺ বলেছেন, إنها ضجعة يبغضها الله عز وجل ‘এটি এমন শয়ন, যাকে আল্লাহ তাআলা খুব অপছন্দ করেন।’ (আবু দাউদ ৫০০১)
Post Comment
কোন মন্তব্য নেই