দিনের বেলায় স্ত্রীর সঙ্গে সহবাস করার বিধান কি?


بسم الله الرحمن الرحيم

ইসলাম ধর্মে দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাসের কোনো নিষেধ নেই।
তবে রমজান মাসে দিনের বেলায় যে ব্যক্তি যৌনমিলন করে তিনি মুকীম (নিজ অঞ্চলে অবস্থানকারী) রোযাদার হলে তার উপর বড়-কাফ্‌ফারা (আল কাফ্‌ফারাতুল মুগাল্লাযাহ) ওয়াজিব হয়। আর তা হল একজন দাস মুক্ত করা। যদি তা না পায় তাহলে একাধারে দুইমাস সিয়াম পালন করা। আর যদি তাও না পারে তবে ৬০ জন মিসকীনকে খাওয়ানো।

Post Comment

৪টি মন্তব্য: