রাসুলুল্লাহ (সা:) এর রেখে যাওয়া কিছু নিদর্শন যেগুলো আমরা অনেকেই দেখিনি
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর জীবনী সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু সেই জীবনীতে উল্লেখিত জায়গা সমুহ এবং তার ব্যাবহরিত অনেক জিনিস যেমন তার তরবারি, জুতা, পাগরী আমরা অনেকেই দেখিনাই। সেই সকল জায়গা এবং বস্তু সকলকে দেখাবার একটি ছোট চেস্টা করেছি মাত্র।
নবী করিম সা:এর পাগড়ি মোবারক
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর তরবারি মোবারক
চার খলীফার তরবারি
ছবিটিতে চারজন খলিফার তরবারি রাখা আছে, একেবারে উপরের টি হযরত আবু বকর (রাঃ) এর তার পরের টি হযরত ওমর (রাঃ) এর পরের টি হযরত ওসমান (রাঃ) এর এবং সব শেষের টি হযরত ওমর (রাঃ) এর তরবারি।
যে বাড়ীতে নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) জন্ম গ্রহন করে ছিলেন বলে মনে করা হয় (সংস্করণ করা হয়েছে)
মুহাম্মদ (সা:) এর দুধমাতা হালিমা (রা:) এর বাড়ি
মুহাম্মদ সা: এর পদ চিহ্ন মোবারক
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এই বাড়ী টিতে তার সৈশবের অনেক গুল দিন কাটিয়ে ছিলেন, আর বাড়ী টি থেকে দুরে যে মাঠ দেখা যাচ্ছে সেখানে
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) মেষ চড়াতেন।
নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর জুতা মোবারক
Post Comment
কোন মন্তব্য নেই